অস্বাভাবিকভাবে বাড়ছে চার কোম্পানির শেয়ারদর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের চার কোম্পানির সাম্প্রতিক সময়ের শেয়ারদর বৃদ্ধি ও অস্বাভাবিক লেনদেনের পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলো হলো বিবিধ খাতের সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওষুধ ও রসায়ন খাতের কোহিনূর কেমিক্যালস লিমিটেড, খাদ্য ও আনুষঙ্গিক খাতের জেমিনি সি ফুড লিমিটেড এবং ভ্রমণ ও অবকাশ খাতের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসইর চিঠির জবাবে পৃথকভাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি চারটি।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ: চলতি বছরের ৭ আগস্টের পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৪ টাকা ৫০ পয়সা। সর্বশেষ গত মঙ্গলবার শেয়ারটির দর বেড়ে ৭৪ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ টাকা ৩০ পয়সা বা ৩৭ দশমিক ২৫ শতাংশ। তবে গতকাল শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা কমেছে। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ১৬ লাখ ৮৫ হাজার ৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ১১ লাখ ৬৭ হাজার ৯১টি।

কোহিনূর কেমিক্যালস: চলতি বছরের ২৮ আগস্টের পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৪১০ টাকা ৬০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর বেড়ে ৫৮৯ টাকা ৬০ পয়সায় দাঁড়ায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭৯ টাকা বা ৪৩ দশমিক ৫৯ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত সোমবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ২ লাখ ৪৭ হাজার ৫৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ৭৩ হাজার ৯৮০টি।

জেমিনি সি ফুড: চলতি বছরের ২৯ আগস্টের পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৫০ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গত মঙ্গলবার শেয়ারটির দর বেড়ে ৪৫৩ টাকা ৪০ পয়সায় দাঁড়ায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০২ টাকা ৫০ পয়সা বা ২৯ দশমিক ২১ শতাংশ। তবে গতকাল শেয়ারটির দর ১৯ টাকা ৬০ পয়সা কমেছে। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত সোমবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৩ লাখ ৬৫ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ২ লাখ ১০ হাজার ৮০৫টি।

সি পার্ল বিচ: চলতি বছরের ৪ সেপ্টেম্বরের পর থেকে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৭ টাকা ১০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর বেড়ে ৭২ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ টাকা ১০ পয়সা বা ২৬ দশমিক ৪৪ শতাংশ।