চট্টগ্রাম কাস্টমসে দুই মাসে সাড়ে ১০ কোটি টাকা শুল্ক আদায়

চলতি ২০২২২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাইআগস্ট) ১০ হাজার ৩৩৪ কোটি ৭৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস। যা গত ২০২১২০২২ অর্থবছরের তুলনায় দুই হাজার ৫৩০ কোটি টাকা বেশি।

দুই মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ১৯১ কোটি টাকা বেশি আদায় হয়েছে। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৪২ শতাংশ।

রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসে ২০২২২০২৩ অর্থবছরে ৭৪ হাজার ২০৬ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।

এর মধ্যে জুলাই মাসে চার হাজার ৪৮২ কোটি টাকা, আগস্টে পাঁচ হাজার ৬৬১ কোটি টাকা, সেপ্টেম্বরে ৬ হাজার ৫৫৭ কোটি টাকা, অক্টোবরে ছয় হাজার ৫৫৭ কোটি টাকা, নভেম্বরে ছয় হাজার ৬০৪ কোটি টাকা, ডিসেম্বরে ছয় হাজার ৬০৪ কোটি টাকা, জানুয়ারিতে ছয় হাজার ৬৫২ কোটি টাকা, ফেব্রুয়ারিতে পাঁচ হাজার ৭৫৫ কোটি টাকা, মার্চে ছয় হাজার ৮৪০ কোটি টাকা, এপ্রিলে ছয় হাজার ৮৪০ কোটি টাকা, মেতে চার হাজার ৭১৭ কোটি টাকা এবং জুনে ছয় হাজার ৮৪০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে।

অর্থবছরের শুরুতে জুলাই ও আগস্ট মাসে ১০ হাজার ৩৩৪ কোটি ৭৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস।

সঠিক সিপিসির ব্যবহার, যথাযথ এইচএস কোড এবং নির্ধারিত ভ্যালুতে পণ্যের শুল্কায়নের ফলে রাজস্ব আদায়ে গতি বেড়েছে বলে মনে করেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফাইজুর রহমান।

তিনি বলেন, চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ে গতি ফিরেছে। এটি জাতীয় অর্থনীতির জন্য ইতিবাচক। মূলত মিথ্যা ঘোষণা রোধ করে এইচ এস কোডের যথাযথ ব্যবহার নিশ্চিত সম্ভব হওয়ার কারণে অর্থবছরের শুরুর দুই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস।