শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার কোটি টাকা

চলতি বছরের শুরুতে বিশেষ করে জানুয়ারিতে পুঁজিবাজার সার্বিকভাবে ভালো অবস্থানে ছিল। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই অস্থিরতা দেখা গিয়েছে। এ অস্থিরতা কাটাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বহু পদক্ষেপ নিলেও তা দীর্ঘস্থায়ী ফলপ্রসূ হয়নি। তাই বাধ্য হয়েই ফ্লোর প্রাইস আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। এর পর থেকেই বাজার ঊর্ধ্বমূখী দেখা গিয়েছে। তবে গত আট মাসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক ও বাজার মূলধন কমেছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার কোটি টাকার বেশি।

বাজার বিশ্লেষণে দেখা গিয়েছে, গত বছরের শেষ কার্যদিবস ৩০ ডিসেম্বর ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ৭৫৭ পয়েন্টে। সেখান থেকে ২৪৮ পয়েন্ট কমে ১ সেপ্টেম্বর সূচকটি দাঁড়িয়েছে ৬ হাজার ৫০৯ পয়েন্টে। অন্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ আট মাসের ব্যবধানে ২২৭ পয়েন্ট কমেছে। গত বছরের শেষ কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ২ হাজার ৫৩৩ পয়েন্টে। সর্বশেষ ১ সেপ্টেম্বর শেষে যা ২ হাজার ৩০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গত আট মাসে ২২ পয়েন্ট কমেছে। সূচকটির বর্তমান অবস্থান ১ হাজার ৪০৯ পয়েন্টে। গত বছর শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৪৩১ পয়েন্টে।

এদিকে গত আট মাসে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ২০ হাজার ৩১১ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪২ হাজার ১৯৬ কোটি টাকায়। আর ১ সেপ্টেম্বর লেনদেন শেষে যা দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৮৮৫ কোটি টাকায়। আলোচ্য আট মাসে ডিএসইর মোট বাজার মূলধন যতটা কমেছে তার চেয়েও বেশি কমেছে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন। গত বছর শেষে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন ছিল ২ লাখ ১১ হাজার ১০৭ কোটি টাকায়। বর্তমানে এ ১০ কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭২১ কোটি টাকায়। সে হিসাবে আলোচ্য আট মাসে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার ৩৮৫ কোটি টাকা।

ডিএসইর মোট বাজার মূলধনের ৮ দশমিক ৫২ শতাংশ নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। গত আট মাসে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৮ হাজার ৩৪ কোটি টাকা। গত বছর শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৭ হাজার ১৯৩ কোটি টাকায়। আর বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৫৮ কোটি টাকায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ১৭ দশমিক শূন্য ২ শতাংশ।

বাজার মূলধনের দিক থেকে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ালটন হাই-টেক পার্ক ইন্ডাস্ট্রিজ। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৩৮ কোটি টাকায়, যা ডিএসইর মোট বাজার মূলধনের ৬ দশমিক ৯০ শতাংশ। গত বছর শেষে কোম্পানিটির এ মূলধন ছিল ৩৪ হাজার ৮০০ কোটি টাকা। আট মাসের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬২ কোটি টাকা বা ৮ দশমিক ৮০ শতাংশ।

৬ দশমিক ১০ শতাংশ বাজার মূলধন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২৮ হাজার ২৬ কোটি টাকায়। গত বছর শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৩৪ হাজার ৩২২ কোটি টাকায়। সে হিসাবে আট মাসের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৬ হাজার ২৯৬ কোটি টাকা বা ১৮ দশমিক ৩৪ শতাংশ।


বাজার মূলধনের দিক থেকে বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে দেশের ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এক্সচেঞ্জটির মোট মূলধনের ৪ দশমিক শূন্য ৮ শতাংশই রয়েছে কোম্পানিটির দখলে। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৫ কোটি টাকায়। যেখানে গত বছর শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৮ হাজার ৯৯৬ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ২২১ কোটি টাকা বা ১ দশমিক ১৭ শতাংশ।

মোট বাজার মূলধনের ৩ দশমিক ৪২ শতাংশ নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৪ কোটি টাকায়। যেখানে গত বছর শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৮ হাজার ১২৩ কোটি টাকায়। সে হিসাবে আট মাসের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ২ হাজার ৪০৯ কোটি টাকা বা ১৩ দশমিক ২৯ শতাংশ।

তবে আট মাসে পরের অবস্থানে থাকা ওষুধ খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের বাজার মূলধন বেড়েছে ৪ কোটি টাকা বা দশমিক শূন্য ৩ শতাংশ। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮ কোটি টাকায়। গত বছর শেষে যা ছিল ১৪ হাজার ৬৪ কোটি টাকায়।

বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) বাজার মূলধনের দিক থেকে সপ্তম অবস্থানে রয়েছে। গত আট মাসে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ২৭৮ কোটি টাকা বা ১ দশমিক ৯৭ শতাংশ। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৭৭ কোটি টাকায়। যেখানে গত বছর শেষে বাজার মূলধন ছিল ১৪ হাজার ১৫৬ কোটি টাকায়।

পরের অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন কমেছে ২ হাজার ১৭৩ কোটি টাকা বা ১৬ দশমিক ৭১ শতাংশ। তবে নবম অবস্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও দশম অবস্থানে থাকা বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন বেড়েছে যথাক্রমে ৯০৬ কোটি টাকা ও  ১৮০ কোটি টাকা।