মোসাদ্দেকের প্রশংসায় যা বললেন সাকিব

বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম আশ্বস্ত করেছিলেন যে, আফগানিস্তানের রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকির মতো বিশ্বমানের বোলারকে মোকাবিলায় সাকিববাহিনী দারুণভাবে প্রস্তুতি নিয়েছে।  

কিন্তু মাঠের লড়াইয়ে দেখা গেল সেই হতাশার চিত্র। কেবলমাত্র অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ছাড়া আর বাকি সবাই ধরাশায়ী হয়েছেন আফগানি ঘূর্ণিতে।

ফলে ১২৮ রানের সাধারণ লক্ষ্য ছুড়ে দিতে পারে বাংলাদেশ। এই স্বল্প পুঁজিতে মোসাদ্দেক করেছেন ৩১ বলে অপরাজিত ৪৮ রান। যা টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা ব্যাটিং। দলের হয়ে একমাত্র ছক্কা হাঁকিয়েছেন মোসাদ্দেকই।

ম্যাচ শেষে মোসাদ্দেকের প্রশংসা করতে কার্পণ্য করলেন না অধিনায়ক সাকিব আল হাসান। 

তিনি বলেন, আমরা মোসাদ্দেকের মতোই একটি ইনিংসের প্রত্যাশা করছিলাম। টি-টোয়েন্টি ম্যাচে যে থিতু হয়ে যাবে তার দায়িত্ব শেষ পর্যন্ত খেলে আসা। মোসাদ্দেক আমাদের হয়ে সেই কাজটাই করেছিল। কিন্তু তা পর্যাপ্ত ছিল না। আমাদের ব্যাটারদের আরও ভূমিকা রাখা উচিত ছিল।

এশিয়া কাপের সুপার ফোর পর্বে খেলার লড়াইয়ে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা।