প্রথম ঘণ্টায় ৫০০ কোটি টাকার বেশি লেনদেন

দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবারে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সব সূচক বেড়েছে। এ সময় পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জে (ডিএসই) ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকেই আজ ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। মাঝে কিছুটা কমলেও ১ ঘণ্টা ৫ মিনিট পর সূচকটি আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২১ পয়েন্টে দাঁড়ি‌য়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এ সময় পর্যন্ত ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৬ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বেলা ১০টা ৩৫ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৮১টি  সিকিউরিটিজের বাজার দর।

এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে ৫৫৪ কো‌টি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।