আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের রোড শো অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল (সিএমএসএফ) ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) যৌথ উদ্যোগে গঠিত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড-এর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত রোড শো সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএএমসিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ রোড শোতে মেয়াদি এ ফান্ডটির বিভিন্ন দিক তুলে ধরা হয়। ফান্ডটির আকার ১০০ কোটি টাকা ও প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এরই মধ্যে ফান্ডটির উদ্যোক্তা সিএমএসএফ ৫০ কোটি ও আইএএমসিএল ২০ কোটি টাকা বিনিয়োগ করেছে। আইপিও-পূর্ব প্লেসমেন্টের মাধ্যমে আইসিবি ৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। আইপিওতে যোগ্য বিনিয়োগকারী (ইআই), মিউচুয়াল ফান্ড, প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় বিনিয়োগকারীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফান্ডটির আইপিওর চাঁদা গ্রহণ এ বছরের ১৭ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলবে। ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) ও কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড দায়িত্ব পালন করছে। সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।