যেভাবে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২১’র জন্য আবেদন করবেন

বৈধ উপায়ে বিদেশ থেকে অর্থ পাঠানোয় উদ্বুদ্ধ করতে ব্যক্তিসহ বিভিন্ন এক্সচেঞ্জ হাউজ/রেমিটার প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড দিয়ে থাকে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সবশেষে ২০১৯ ও ২০২০ সালের অ্যাওয়ার্ড একইসময়ে একইদিন দেওয়া হয়েছিলো। রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২১ এর জন্য আবার আবেদন আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি মালিকানাধীন অনাবাসী এক্সচেঞ্জ হাউজ বা রেমিটার প্রতিষ্ঠানকে আগামী ১৪ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। বাংলাদেশি নাগরিকদের ৫০ শতাংশের অধিক মালিকানা রয়েছে, এমন এক্সচেঞ্জ হাউজ বা রেমিটার প্রতিষ্ঠানও অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবে।

আবেদনের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে (https://www.bb.org.bd/nrb/others/form1_2021.pdf এবং https://www.bb.org.bd/nrb/others/form2_2021.pdf) এ দুটি ফরম পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র (স্ক্যান কপি) আগামী ১৪ আগস্টের মধ্যে ই-মেইলে (pinaki.ranjan@bb.org.bd) পাঠাতে হবে।