এনামুলের পর মাহমুদউল্লাহকেও হারাল বাংলাদেশ

এনামুল-মাহমুদউল্লাহর জুটিটা ভালোই করছিল। প্রাথমিক  বিপর্যয় কাটিয়ে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল। 

২৫ তম ওভারে হঠাৎ ছন্দপতন। লকি জঙ্গির বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এনামুল। তার উইলো থেকে আসে ৭৬ রান। বল খরচা করেছেন ৭১টি। 
৬ চার ও ৪ ছয়ে সাজানো তার ইনিংসটি সত্যিই চোখ ধাঁধানো ছিল। 

তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই জুটিতে ৯০ বলে উঠেছে ৭৭ রান।যদিও মাহমুদউল্লাহর ইনিংসটি ছিল মন্থর।

৩৫ তম ওভারে মাহমুদউল্লাহও বিদায় নেন। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৩৯ রান করেন ৬৯ বল খেলে। চার মেরেছেন ৩টি।

এনামুল আউট হওয়ার পর আফিফকে নিয়ে ভালোই খেলছিলেন মাহমুদউল্লাহ। আফিফ ৪৫ বলে ৩৫ রানে ব্যাট করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানে ব্যাট করছে বাংলাদেশ। নতুন ক্রিজে আসা মিরাজ ব্যাট করছেন ২ রানে। 

এর আগে  টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে খেলেছেন তামিম। দলীয় ৪১ রানে এনামুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাঁটা পড়েন তামিম (১৯)। 

এরপর ক্রিজে এসেই শূন্য রানে ফেরেন শান্ত-মুশফিক। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শুরু থেকেই চাপে বাংলাদেশ।
এই চাপ সামাল দেন এনামুল ও মাহমুদউল্লাহ জুটি।