৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বাংলাদেশকে নাগরিকদের জন্য স্বাস্থ্য সুবিধা বাড়াতে ৩০ কোটি মার্কিন ডলার দেবে। বর্তমান বাজারদর অনুযায়ী এই অর্থ স্থানীয় মুদ্রায় প্রায় ২ হাজার ৮৫০ কোটি টাকার মতো (প্রতি ডলার ৯৫ টাকা ধরে)। কোডিড-১৯ মহামারি থেকে উত্তরণে স্বাস্থ্য পরিষেবার পরিধি, নগরকেন্দ্রিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও অত্যাবশ্যকীয় নাগরিক সুবিধা বাড়ানোর প্রকল্পে এই অর্থ দেওয়া হবে।

গতকাল রোববার ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে এ ব্যাপারে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তিতে ইআরডি সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন সই করেন। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশকে ২ শতাংশসুদে ৫ বছরের রেয়াত কালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স রিকভারি শীর্ষক প্রকল্পে এই অর্থ দেবে বিশ্বব্যাংক।