খেল দেখালো ব্যাংক, তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা গণনায় বাজার দামের পরিবর্তে ক্রয়মূল্যকে (কস্ট প্রাইস) বিবেচনায় নেওয়ার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় সম্মতি দেওয়ার পর শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকের শেয়ার দাম বাড়ার প্রবণতা দেখা দিয়েছে। ব্যাংকের শেয়ার দাম বাড়ায় মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনের পালেও হাওয়া লেগেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার চেয়েও বেশি। এরপরও অধিকাংশ ব্যাংকের শেয়ার দাম বাড়ায় সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এতে বাজারটিতে প্রায় তিন মাসের মধ্যে (১০ মের পর) সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সবকটি মূল্যসূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের চার কার্যদিবসই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলো।

দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে ব্যাংকের বিনিয়োগসীমা গণনায় বাজার দামের পরিবর্তে ক্রয়মূল্যকে বিবেচনায় নেওয়ার দাবি জানিয়ে আসা হচ্ছিলো। কিন্তু এতে সাড়া দিচ্ছিলো না বাংলাদেশ ব্যাংক।

তবে আব্দুর রউফ তালুকদার গভর্নর হিসেবে আসার পর এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। তিনি গভর্নরের দায়িত্ব নেওয়ার পর গত ১৮ জুলাই বিনিয়োগসীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয়মূল্যকে (কস্ট প্রাইস) বিবেচনায় নেওয়ার বিষয়ে মতামত চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ওই চিঠির প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে বলা হয়, শেয়ারবাজারে বিনিয়োগে ব্যাংকের বিনিয়োগসীমা নির্ধারণে ক্রয়মূল্যকে (কস্ট প্রাইস) বাজারমূল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।

এর আগে শেয়ারবাজারে টানা দরপতন দেখা দিলে গত বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে প্রতিটি শেয়ারের ফ্লোর প্রাইস (দামের সর্বনিম্ন সীমা) বেঁধে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

গত রোববার (৩১ জুলাই) থেকে কার্যকর হয় এ ফ্লোর প্রাইস। এতে দাম সমন্বয় করায় ওইদিন শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও। এতে টানা পতন থেকে বেরিয়ে একদিনেই ডিএসইর প্রধান সূচক বাড়ে ১৫৩ পয়েন্ট।

এরপর সোমবারও শেয়ারবাজার ছিল ঊর্ধ্বমুখী ধারায়। ওইদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ৩০ পয়েন্ট বাড়ার পাশাপাশি লেনদেন বেড়ে ৯১২ কোটি টাকা ছাড়িয়ে যায়। একইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লেখায় অধিকাংশ প্রতিষ্ঠান।

গতকাল মঙ্গলবার লেনদেনের শেষ দিকে শেয়ারবাজারে গুঞ্জন ছড়িয়ে পড়ে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা গণনায় বাজার দামের পরিবর্তে ক্রয়মূল্যকে বিবেচনায় নিতে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এতে একদিকে লেনদেনের গতি বাড়ে, অন্যদিকে সূচকের বড় উত্থান হয়।

অবশ্য মঙ্গলবার রাতেই বিভিন্ন মাধ্যম থেকে অর্থ মন্ত্রণালয়ের চিঠির বিষয়টি প্রকাশ হতে থাকে। এ পরিস্থিতিতে বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক প্রায় ৫০ পয়েন্ট বেড়ে যায়। আর লেনদেনের আধাঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক বাড়ে ১০৩ পয়েন্ট।

তবে লেনদেনের শেষদিকে এসে বিনিয়োগকারীদের একটি অংশ শেয়ার বিক্রির চাপ বাড়ায়। এতে দাম বাড়ার তালিকা থেকে পতনের তালিকায় চলে আসে শতাধিক প্রতিষ্ঠান। ফলে বড় হয় দরপতনের তালিকা। আর দাম বাড়ার তালিকা ছোট হয়ে আসে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৬২টির এবং ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে তালিকাভুক্ত ২৫টি ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে তিনটি ব্যাংকের।

দাম বাড়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো এমন দাপট দেখানোয় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০০ পয়েন্টে উঠে এসেছে।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি উত্থান হয়েছে অন্য দুই সূচকের। এর মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১২ কোটি ১৪ লাখ টাকা। লেনদেন শুধু আগের দিনের তুলনায় বাড়েনি, চলতি বছরের ১০ মের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এমন লেনদেন বাড়ার দিনে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৫৫ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে আর ৩৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- মালেক স্পিনিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ওরিয়ন ইনফিউশন, শাহিনপুকুর সিরামিকস এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

অপর শেয়ারবাজার সিএসইতে এদিন সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৮টির এবং ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।