কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ শুষ্ক জুলাই দেখলো ইংল্যান্ড-ফ্রান্স

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে। কোথাও দেখা যাচ্ছে ভয়াবহ তাপমাত্রা, আবার কোথাও বন্যা। এখন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভূমধ্যসাগরীয় অঞ্চলেও দেখা যাচ্ছে ভয়াবহ দাবানল। এদিকে চলতি বছরের জুলাইয়ে নজিরবিহীন শুষ্ক আবহাওয়া রেকর্ড করেছে ইংল্যান্ড ও ফ্রান্স। মঙ্গলবার (২ আগস্ট) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১৯৩৫ সালের পর ইংল্যান্ডে ও ১৯৫৯ সালের পর ফ্রান্সে সবচেয়ে বেশি শুষ্ক আবহাওয়া রেকর্ড হয়েছে জুলাই মাসে।

ইংল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, গত মাসে গড় ৩৫ শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তাছাড়া ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

জুলাই মাসে ইউরোপের অন্যান্য দেশের মতো তীব্র তাপপ্রবাহ দেখেছে যুক্তরাজ্য। এসময় প্রথমবারের মতো ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা দেখেছে দেশটি। লিঙ্কনশায়ারের কনিংসবিতে ১৯ জুলাই ৪০ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়।

অন্যদিকে একই সময়ে ফ্রান্সে সাত দশমিক আট মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। সোমবার ফ্রান্সইনফো রেডিওকে দেশটির পরিবেশগত পরিবর্তনের মন্ত্রী ক্রিস্টোফ বেচু এ তথ্য জানিয়েছেন।

ফ্রান্সের আবহাওয়া পরিষেবা মেটিও বুধবার দক্ষিণ-পশ্চিমের তাপমাত্রা সম্ভাব্য ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে।