তার মধ্যে হিটম্যানকে খুঁজে পাচ্ছেন ধাওয়ান

ওয়েস্ট ইন্ডিেজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না রোহিত শর্মা। তবে 'হিটম্যান'খ্যাত এই ব্যাটারের অভাব যেন ঘুচিয়ে দিয়েছেন ভারতের তরুণ এক ওপেনার।

ধাওয়ানের নেতৃত্বে খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। তিন ম্যাচে ৬৪, ৪৩ আর অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলে সিরিজসেরা হয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল।

২২ বছর বয়সী এই ওপেনারের মধ্যেই রোহিত শর্মার ছায়া দেখছেন ধাওয়ান। বুধবার সিরিজের শেষ ম্যাচের পর ধাওয়ান বলেন, 'তার (গিল) টেকনিক বেশ ভালো, সে একজন ক্লাসি প্লেয়ার। আমার মনে হয়, তার মধ্যে কিছুটা রোহিতের ধাচ আছে।'

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক যোগ করেন, 'যেভাবে সে ব্যাট করে মনে হয়, তার সামনে অনেক সময় আছে। আজ (বুধবার) সে ৯৮ রান করেছে দেখে ভালো লাগছে। সে জানে কিভাবে ফিফটিকে নব্বইয়ের ঘরে নিতে হয়।'

ধাওয়ান প্রশংসা করেছেন তরুণ বোলিং আক্রমণেরও। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামির মতো অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতি দারুণভাবে সামলে নিয়েছেন মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর আর প্রসিধ কৃষ্ণা।

ধাওয়ান বলেন, 'সিরিজ কোয়ালিটি বোলার। তার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। সে জানে কী করতে হবে। তাই অধিনায়ক হিসেবে আমার কাজটা সহজ হয়ে যায়। অধিনায়ক হিসেবে এটা দেখা বেশ স্বস্তির যে ছেলেরা জানে কী করতে হবে। তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন।'