হাঙরের আক্রমণে নারীর মৃত্যু, সমুদ্রসৈকত বন্ধ মিশরের

মিশরের লোহিত সাগরের একটি সৈকতে হাঙরের আক্রমণে একজন নারীর মৃত্যু হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তার বয়স ৬৮ বছর। তবে এ দুর্ঘটনার পরই মিশরের কর্তৃপক্ষ লোহিত সাগরের বেশ কয়েকটি সৈকত বন্ধ করে দিয়েছে। রোববার (৩ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লোহিত সাগরের স্বাস্থ্যবিষয়ক ডিরেক্টরেটের একটি সূত্র জানিয়েছে, আক্রমণের শিকার নারীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এসময় তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার রক্তচাপ কমে যায়। এতে তার মৃত্যু হয়। একটি নিরাপত্তা সূত্র জানায়, ওই নারী গত পাঁচ বছর ধরে তার মিশরীয় স্বামীর সঙ্গে দেশটিতে বসবাস করছিলেন।

হাঙর বিশ্বের বিপজ্জনক প্রাণীদের মধ্যে অন্যতম। প্রায়ই এ প্রাণীর আক্রমণের শিকার হন সার্ফাররা। তবে হাঙর বিপজ্জনক প্রাণি হলেও খুব একটা যে আক্রমণ করে তা নয়। মূলত এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলেই চলে।