দ্বিতীয় টেস্টের দলে শরিফুল, ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন আজ

সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দলে নেওয়া হলো বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। দলের সঙ্গে যোগ দিতে আজ (সোমবার) সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বেন ২১ বছর বয়সী এ তরুণ পেসার। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে বিসিবির মিডিয়ার বিভাগ।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছিলেন শরিফুল। আসিথা ফার্নান্দোর খাটো লেন্থের ডেলিভারিতে পাওয়া চোটের কারণে তিনি সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে পারেননি।

চোটের তীব্রতার কারণে শরিফুলকে প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও রাখা হয়নি। তবে চোট কাটিয়ে অনুশীলনে ফিরে ভালো অনুভব করায় এ বাঁহাতি পেসারকে দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হলো।

অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে গেছে বাংলাদেশ। আগামী শুক্রবার (২৪ জুন) সেইন্ট লুসিয়ায় ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে সাকিব আল হাসানের দল।