জেলেনস্কিকে একটা পর্যায়ে রাশিয়ার সঙ্গে আপস করতে হবে: ম্যাক্রোন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেছেন, যুদ্ধ সমাপ্ত চেষ্টার অংশ হিসেবে ইউক্রেনকে একটা পর্যায়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে হবে। রোমানিয়া এবং মলদোভায় সফরকালে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং কর্মকর্তাদের রাশিয়ার সঙ্গে মীমাংসায় বসতে হবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউরোপে ন্যাটোর দক্ষিণাংশের দেশগুলোতে তিনদিনের সফরে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন কূটনীতিক রয়টার্স নিউজ এজেন্সিকে বলেন, ফরাসি প্রেসিডেন্ট  রোমানিয়া, মলদোভা সফর শেষে বৃহস্পতিবার কিয়েভেও যেতে পারেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ইতালির প্রধামন্ত্রী মারিও দ্রাঘির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে ইউক্রেন যাওয়ার কথা রয়েছে।