কোন মন্ত্রে সেরে উঠলেন, নিজেই জানালেন জাস্টিন বিবার

সম্প্রতি পপ তারকা জাস্টিন বিবার নিজেই জানিয়েছিলেন, তার মুখের একপাশ অবশ হয়ে গেছে, যার জন্য তিনি কিছু কনসার্টও বাতিল করেন। 

সময়টা খারাপ যাচ্ছিল, মনে শঙ্কা নিয়েই তাই যিশুকে ডেকেছেন বিবার। এবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করা বিবার জানালেন, এই অসুখের ধাক্কা সামলে উঠতে তাকে সহায়তা করেছেন যিশু। তার কৃপাতেই তিনি সেরে উঠেছেন।

মঙ্গলবার ইন্সটাগ্রাম পোস্টে তিনি বলেন, আমি জানি এই ঝড় থেমে যাবে, আমি জানতাম যে যিশু আমার সাথে রয়েছেন।

এই কানাডিয়ান গায়কের দাবি, তার সবকিছু জানেন যিশু। তিনিই তাকে এমন দুঃসময়েও শান্তি দিয়েছেন।

২৮ বছর বয়সী বিবার র‍্যামজে হান্ট সিনড্রোমে ভুগেছেন। এটি হচ্ছে স্নায়ুর একটি সমস্যা। জলবসন্তের মতো এক ধরনের ভাইরাসের কারণে এই সমস্যা দেখা দেয়।

এর লক্ষ্মণ হচ্ছে কান বা তার পাশেপাশে লাল ফুসকুড়ি, যা থেকে খুবই ব্যথা হয়। পাশাপাশি একই জায়গায় দেখা দেয় ফোঁড়া।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হাসপাতাল মেয়ো ক্লিনিকের মতে, যে কান এই সিনড্রোমে আক্রান্ত হয় মুখের সেই পাশটা অবশ হয়ে পড়ে।

এই সিনড্রোমে আক্রান্ত রোগীর কানের ব্যথা হয়, কানের ভেতর ঝিনঝিন করে, চোখের পাতা বন্ধ করতে পারে না, এবং মুখ থেকে স্বাদ চলে যায়।