সাংবাদিক সাবের শহীদ হন

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার। ১৭ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮০৭- খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।
১৮২৪- প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৮২- কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
১৮৮৯- প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
১৯২১- মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।

জন্ম
১৫৯৬- ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী রেনে দেকার্ত।
১৯১৪- সাহিত্যে নোবেলজয়ী ম্যাক্সিকান কবি অক্তাবিও পাজ।

মৃত্যু
১৬৩১- ইংরেজ কবি জন ডান।
১৭২৭- প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক আইজাক নিউটন।
১৯১৭- এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
১৯৯১- শিল্পপতি এ কে খান।

১৯৭১- সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের। ১৯৩০ সালের ১৮ ডিসেম্বর কক্সবাজার জেলার ঈদগাঁও (বর্তমান ইসলামাবাদ ইউনিয়ন)র পাহাশিয়াখালী সিকদার পাড়াস্থ নানার বাড়িতে জন্ম তার। ৪র্থ শ্রেণির পরীক্ষার কিছুদিন আগে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এই ঘটনা শহীদ সাবেরের জীবনের মোড় বদলে দিলো। ৭ বছর বয়সে সাবেরের জীবনের বাস্তবতা অন্য মানসিকতার জন্ম দেয়। কিছুটা সুস্থ হয়ে পড়ালেখা শেষ করেন।

এরপর ১৯৫৮ সালের শেষের দিকে তার আবার মানসিক বিপর্যয় শুরু হয়। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা হয় কিছুদিন। পুরোপুরি সুস্থ হতে পারেননি। ক্রমশ আরও বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। বংশালের সংবাদ অফিসই হয়ে উঠেছিল সাবেরের একমাত্র আশ্রয়স্থল। ১৯৭১ সালের ৩১ মার্চ দখলদার পাকিস্তানি সামরিক জান্তা নিয়ন্ত্রিত হানাদার বাহিনী পেট্রোল বোমা নিক্ষেপ করে দৈনিক সংবাদ পত্রিকার কার্যালয়ে। সেই আগুনে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান সংবাদ অফিসে ঘুমন্ত শহীদ সাবের।
২০১৩- ছোটদের বাংলা গানের যশস্বী কণ্ঠ শিল্পী সনৎ সিংহ।