৫৪ বছর পর ফের চালু হলো শ্রীলঙ্কার প্রথম বিমানবন্দর

শ্রীলঙ্কার প্রথম ও প্রাচীনতম আন্তর্জাতিক বিমানবন্দর রত্মালানায় ফের চালু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। ৫৪ বছর পর রোববার (২৭ মার্চ) ওই বিমানবন্দরে মালদ্বীপ থেকে একটি ফ্লাইট অবতরণ করে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কলম্বোতে অবস্থিত রত্মালানা আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে ৫০ আসনবিশিষ্ট মালদ্বীপের একটি ফ্লাইট সপ্তাহে তিনদিন চলাচল করবে। তবে পরবর্তীতে এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচটি করা হবে।

ষাটের দশকের শেষের দিকে কাতুনায়েকে অবস্থিত বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পর রত্মালানা বিমানবন্দরটি শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিমানবন্দরে পরিণত হয়। বন্দরনায়েকে বিমানবন্দরটি শ্রীলঙ্কার রাজধানীতে এবং সেখান থেকে ফ্লাইট পরিচালনার জন্য প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হতো।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত শ্রীলঙ্কার প্রাচীনতম বিমানবন্দর রত্মালানা এক সময় দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ছিল।