ডিএসইর সিআরও পদে খায়রুল বাশার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) হিসেবে নিয়োগ পেয়েছেন খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এপচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার তার এ নিয়োগ অনুমোদন করে ডিএসইকে চিঠি দিয়েছে।

এর আগে গত ২১ মার্চ খায়রুল বাশারকে সিআরও হিসেবে নিয়োগ প্রদানের অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়েছিল স্টক এপচেঞ্জটি।

খায়রুল বাশার বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মালিকানাধীন এমটিবি ক্যাপিটালের সিইও হিসাবে কর্মরত আছেন।

স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ পদটি কয়েক বছর ধরে প্রায় শূন্য থাকছে। গত বছর এ পদে রূপালী ব্যাংকের সাবেক সিএফও শওকত জাহান খান যোগদান করেছিলেন। কিন্তু নিয়ন্ত্রক কর্মকর্তা হয়েও নিজের পূর্বের শেয়ারে বিনিয়োগ বহাল রাখতে চাইলে তাতে বাধ সেধেছিল ডিএসই। পরে বাধ্য হয়ে যোগদানের দুই মাসের ব্যবধানে পদত্যাগ করেন।