ব্যাপক দরপতন শেয়ারবাজারে

আজ সোমবার ব্যাপক দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। আজকের ঢাকার শেয়ারবাজারের প্রধান মূল্য সূচক ডিএসইক্সের ৮২ পয়েন্ট পতন হয়েছে। সূচক পতনের হার  . শতাংশ।

দরপতনের জন্য ইউক্রেন যুদ্ধকে দায়ী করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, যুদ্ধের কারণে সাপ্লাই-চেইন বিঘ্নিত হওয়া, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে দরপতন হচ্ছে।

সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে ৭৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে  ৮৮ কোটি ৭০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৫১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮২ পয়েন্ট কমে অবস্থান করছে হাজার ৪৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে  অবস্থান করছে হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬৪ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে হাজার ৩৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ৩৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪৪৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৭১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শুধু ঢাকা নয়, টোকিও থেকে শুরু করে চীন, হংকং, সিঙ্গাপুর, ভারতের মুম্বাইয়ের সব শেয়ারবাজারেও আজ সোমবার বড় দরপতন চলছে। চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের সাংহাই কম্পোজিট ইনডেক্স .৮৩ শতাংশ পতন হয়েছে। হংকংয়ের হ্যাংস্যাং সূচকের পতন হয়েছে .২১ শতাংশ। জাপানের নিক্কি সূচকের .০৩ শতাংশ, ভারতের মুম্বাই শেয়ারবাজারের সেনসেক্স সূচকের পতন হয়েছে .৬৭ শতাংশ।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা জানান, ইউক্রেন রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সরাসারি আমদানি-রপ্তানি দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের শতাংশেরও কম। কারণে দেশের অর্থনীতি বড় সংকটে পড়ার কথা নয়। তাছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪৮টি কোম্পানির মধ্যে সর্বোচ্চ ১০-১৫টি কোম্পানির দুই দেশের সঙ্গে সরাসরি আমদানি-রপ্তানির সম্পর্ক থাকতে পারে; তাও কোম্পানিগুলোর মোট আমদানি-রপ্তানির ১৫-২০ শতাংশের বেশি হবে না। ফলে যুদ্ধের সরাসরি প্রভাব শেয়ারবাজারে পড়ার কথা নয়।তবে পরোক্ষ প্রভাব কিছুটা রয়েছে।

যুদ্ধের কারণে ইতোমধ্যে বিশ্বের উল্লেখযোগ্য কমোডিটি পণ্যের দর বেড়েছে। বিশেষ করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

করোনাভাইরাস মহামারির শুরুতে সমুদ্রগামী জাহাজে করে পণ্য আমদানি-রপ্তানি খরচ -১০ গুণ পর্যন্ত বেড়েছিল। এখন তা আরও বাড়ছে। এর বাইরে ভোজ্যতেলসহ অন্য সব প্রয়োজনীয় কমোডিটি পণ্যের দরও ঊর্ধ্বমুখী। এতে মূল্যস্ফিতি বাড়ছে সর্বত্র। এসবের পরোক্ষ প্রভাব শেয়ারবাজারে থাকতে পারে বলে শেয়ারবাজার বিশ্লেষকরা মনে করছেন।

]