জর্ডানের সাবেক প্রিন্স হামজা ‘গৃহবন্দি’
জর্ডানের
সাবেক ক্রাউন প্রিন্স হামজা বিন হুসেইনকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে তিনি নিজেই এক
ভিডিও বার্তায় জানিয়েছেন। তার দাবি, সমালোচকদের দমনের অংশ হিসেবে তাকে গৃহবন্দি করা
হয়েছে।
বিবিসির
প্রতিবেদনে বলা হয়, বর্তমান বাদশা আবদুল্লাহ (দ্বিতীয়)’র সৎভাই ও সাবেক ক্রাউন
প্রিন্স হামজা বিন হোসেন তার আইনজীবীর মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় দাবি করেছেন তাকে
গৃহবন্দি করে রাখা হয়েছে।
তিনি দেশের
নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা এবং হয়রানির অভিযোগ করেছিলেন। ভিডিওতে তিনি দাবি
করেছেন তাকে বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে। কারও সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে।
তবে সেনাবাহিনী
তাকে গৃহবন্দি রাখার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাকে বলে দেয়া হয়েছে, যেসব কর্মকাণ্ড
দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে, তেমন কর্মকাণ্ড তাকে বন্ধ রাখতে হবে।
সাবেক ক্রাউন
প্রিন্স হামজা দেশের উপজাতি নেতাদের সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন সম্প্রতি। বলা হয়,
সেখান থেকে তিনি সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। এর ফলে সরকারের মধ্যে সন্দেহ প্রবেশ
করেছে যে, তিনি বাদশা আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন।
প্রিন্স
হামজার দাবি, তিনি অন্যায় কিছু করেননি। কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নন তিনি।


