যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (০২ এপ্রিল) রাতে নর্থ ক্যারোলাইনায়
একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, পারিবারিক অনুষ্ঠান
চলাকালীন একটি বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায় বন্দুকধারী। এরপরই পালিয়ে যান তিনি।
হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হামলার কারণ সম্পর্কে এখনো কোনো
তথ্য পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা
গুরুতর বলে জানা গেছে।
এর আগে শুক্রবার দিনের শুরুতে, মার্কিন
কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গাড়ি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। এতে নিহত হন এক পুলিশ
কর্মকর্তা।


