বিএনপির র‍্যাব বিলুপ্তির সুপারিশের বিষয়ে যা বললেন ডিজি

বিএনপির র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির সুপারিশের বিষয়ে বাহিনীটির নতুন মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, সরকার এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেব। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক আভিযানিক কার্যক্রম সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় আয়নাঘর প্রসঙ্গে র‍্যাবের ডিজি বলেন, র‍্যাবের আয়নাঘর ছিল। আয়নাঘর যেমন ছিল, গুম কমিশনের পরামর্শে তেমনি থকবে।

তিনি আরও বলেন, আমরা যতদিন আছি, দায়িত্ব পালন করে যাব। দায়িত্ব পালনে আমরা জনগণের সহায়তা প্রত্যাশা করছি। আর পোশাক পরিবর্তননের বিষয়ে আমরা চিন্তা করছি, র‌্যাবের জন্য আইন করার চেষ্টা করছি এবং কি কি বিষয় সংস্কার করা যায় এ বিষয়ে চিন্তা করছি। 

দেশে জঙ্গি তৎপরতা ছিল, ভবিষ্যতে যেন সক্রিয় হতে না পারে সেজন্য কাজ করছি বলে জানান র‌্যাবের ডিজি।