মাধবপুরে ‘ডাকাত’ রজব আলী গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে হত্যা, মাদক ও
ডাকাতি মামলার আসামি মো. রজব আলীকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাত
উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল
মামুন সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা
করে পরোয়ানাভুক্ত আসামি কুখ্যাত ডাকাত রজব আলীকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার
বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।
পুলিশের এই কর্মকর্তা জানান, রজব আলীর বিরুদ্ধে
মাধবপুর থানাসহ অন্যান্য থানায় ১টি খুন, ৩টি ডাকাতি, ২টি অস্ত্র, ৩টি চুরি ও ৫টি
অন্যান্য মামলা রয়েছে।