৩ হাজার চারা গাছ উপড়ে বনের জমি দখলের চেষ্টা
ভালুকা উপজেলার হবিরবাড়ী বন বিটের অধীন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আমতলী এলাকায় প্রায় ছয় একর সংরক্ষিত বনভূমি দখলের
চেষ্টা চলছে। এ জন্য আবু তালেব নাজমুল ইসলাম গংদের বিরুদ্ধে বন বিভাগের তিন হাজার
গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বনবিভাগ ঘটনাস্থল থেকে আলামত
উদ্ধার ও অভিযুক্তদের নামে বন আইনে একটি মামলা করেছে।
স্থানীয় বন বিভাগের তথ্যমতে, হবিরবাড়ী মৌজার
সিএস ১৫৪ নম্বর দাগের ২০ ধারায় গেজেটভুক্ত প্রায় ছয় একর সংরক্ষিত বনভূমি ২০১০ সালে
দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেন আবু তালেব নাজমুল ইসলাম গংরা। স্থানীয় বন
বিভাগ প্রায় দুই বছর আগে অভিযান চালিয়ে দখল হওয়া বনভূমি উদ্ধার করে। সেখানে
২০২২-২৩ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় উডলট বাগান করেছে স্থানীয় বন বিভাগ।
সম্প্রতি পুনরায় ওই বনভূমি দখলে নিতে বন বিভাগের রোপণ করা প্রায় তিন হাজার গাছের
চারা উপড়ে ফেলে ভেকু দিয়ে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করে। খবর পেয়ে
বুধবার ঘটনাস্থলে গিয়ে উপড়ে ফেলা চারা গাছ ও মাটি কাটার আলামত সংগ্রহ করে।
হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলম খান জানান,
হবিরবাড়ী মৌজার ১৫৪ নম্বর দাগে জমির পরিমাণ ২৯৪ দশমিক ৩০ একর। এর মধ্যে বন বিভাগের
গেজেটভুক্ত ২০১ দশমিক ৫০ একর। বনের ৫ দশমিক ৬২ একর জমিতে ২০২২-২৩ অর্থবছরে আকাশমনি
ও আমলকিসহ বিভিন্ন প্রজাতির ২৫ হাজার চারা রোপণ করে বন বিভাগ। ২০ ধারায় গেজেটভুক্ত
সংরক্ষিত বনভূমির প্রায় ছয় একর জমি দখল নিতে প্রায় তিন হাজার চারা গাছ উপড়ে ফেলে
আবু তালেব নাজমুল ইসলাম গংরা। ওই জমিতে ভেকু দিয়ে মাটি কেটে জমির শ্রেণি
পরিবর্তনের চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপড়ে ফেলা খুঁটিসহ আকাশমনি গাছের
চারা ও বিভিন্ন আলামত জব্ধ করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল
ওয়াদুদ বলেন, বনভূমি দখলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে আবু তালেব নাজমুল ইসলামের মোবাইল
ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এমনকি, তার মোবাইল ফোনে খুদে বার্তা
পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
আলীনূর খান জানান, উল্লিখিত জমির মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আবু
তালেব নাজমুল ইসলামের পক্ষ থেকে আবেদন করেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে ও
তাদের কাগজপত্র পর্যালোচনা করে দেখা হয়। আবু তালেব নাজমুল ইসলাম উল্লিখিত জমি বন
বিভাগের দাবি থেকে অবমুক্তির জন্য ফরেস্ট সেটেলমেন্ট অফিসারের (এডিসি রেভিনিউ)
আদালত এবং এ-সংক্রান্ত বিভাগীয় কমিশনার কার্যালয়ের আদালত থেকে অবমুক্তির চূড়ান্ত
আদেশপ্রাপ্ত হয়েছেন। কিন্তু উল্লিখিত দাগে যৌথ জরিপ না হওয়া পর্যন্ত এ বিরোধ
নিষ্পত্তি করা সম্ভব না।