২০০ টাকার জন্য কিলঘুষিতে প্রাণ গেল গৃহবধূর
বকশীগঞ্জে মাত্র ২০০ টাকার জন্য স্বামীর হাতে
খুন হয়েছেন রহিমা বেগম নামে গৃহবধূ। গতকাল বুধবার সকালে বাট্টাজোড় ইউনিয়নের
কুলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রহিমা বেগমের লাশ উদ্ধার এবং তাঁর স্বামী ইলিয়াছ
আলীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার পুরান বাট্টাজোড়
কুলুপাড়া গ্রামের ইলিয়াছ আলী পেশায় ভ্যানচালক। সেই সঙ্গে তার একটি মুদি দোকানও
রয়েছে। ইলিয়াছ আলী ভ্যান চালাতে গেলে তার অনুপস্থিতিতে দোকান পরিচালনা করেন তার
স্ত্রী রহিমা বেগম। বুধবার সকালে দোকানের মালপত্র বিক্রির টাকার হিসাবে ২০০ টাকার
গরমিল হয়। এ নিয়ে ইলিয়াছ আলী ও তার স্ত্রী রহিমা বেগমের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক
পর্যায়ে ইলিয়াছ আলী উত্তেজিত হয়ে তার স্ত্রীকে কিলঘুষি মারতে থাকে। মারধরের এক
পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন রহিমা বেগম। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
এবং নিহত রহিমার স্বামী ইলিয়াছ আলীকে আটক করেছেন।
বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই কামাল
হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ইলিয়াছ আলীকে জিজ্ঞাসাবাদ করা
হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।