সিরিজ জয়ের লক্ষ্যে তিন পেসারে নামতে পারে টাইগাররা

তখন মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক। মিরপুরে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন পেসার নিয়ে এক দিনের ক্রিকেট সিরিজ খেলছে বাংলাদেশ। এক ম্যাচে তো চারজন পেসারও রেখেছিলেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফি-উত্তর অধিনায়ক তামিম ইকবাল বা সাকিব আল হাসান তিন পেসার নিয়ে ম্যাচ খেলার সাহস সেভাবে আর দেখাতে পারেননি।

 

এবার ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজের তিন ম্যাচেই খেলেছেন দুজন করে পেসার। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তাতে আপত্তি করেননি। চট্টগ্রামের টি২০ ম্যাচে দেখা গেল ব্যতিক্রম। স্লো এবং লো উইকেটের একাদশেও তিন পেসার রাখেন সাকিব। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদ টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানও দেন।

 

ডেথের চার ওভারে ২১ রান দেন তিন পেসার মিলে। যেটা টিম ম্যানেজমেন্টকে তিন পেসার খেলানোর সাহস দিচ্ছে। মিরপুরেও আজ তিন পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি২০ ম্যাচে ১১ জন অপরিবর্তিত থাকতে পারে।

 

মিরপুরের হোম অব ক্রিকেটে সাকিব আল হাসানের দলের সামনে এবার বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ। দল সূত্রে জানা গেছে, মিরপুরের পিচও স্লো এবং লো হতে পারে। যদিও পিচের ধরন ভিন্ন হওয়ায় কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কোচ। দুপুরে পিচ দেখে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে চান তারা।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:  রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।