বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি সই হয়েছে। রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ চুক্তি সই হয়।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে চুক্তিতে সই করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান।এ চুক্তির মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিঋণ বিতরণ করবে।অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান এবং মিডল্যান্ড ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো. আহসান জামিল হোসেন ছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।