মূলধনি যন্ত্রপাতি আমদানি করবে এভিন্স টেক্সটাইলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ নতুন মূলধনি যন্ত্রপাতি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ফিনিশিংয়ের মান উন্নত করে এসব যন্ত্রপাতি আমদানি করা হবে। এজন্য কোম্পানিটির ২০ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ৬৭০ টাকা ব্যয় হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এভিন্স টেক্সটাইলসের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। যেখানে এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২৫ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪১ পয়সায়। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে এভিন্স টেক্সটাইলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১২ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল দশমিক শূন্য ১ পয়সা।

৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এভিন্স টেক্সটাইলস। ৩০ জুন ২০২১ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৩ টাকা ৫২ পয়সা।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল এভিন্স টেক্সটাইলস। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে মোট ১২ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটি শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ২ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তার আগের হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০১৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫০ কোটি ২৩ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ২৯ লাখ ৫২ হাজার। এর মধ্যে ৩৬ দশমিক ৬৭ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৩৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৪১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল এভিন্স টেক্সটাইলসের শেয়ার সর্বশেষ ও সমাপনী দর ছিল ৯ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৮ টাকা ৭০ পয়সা থেকে ১১ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।