প্রতিপক্ষের ছুরিকাঘাতে টিকাকর্মী নিহত

পাবনার সুজানগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পৌরসভার টিকাকর্মী আলামিন হোসেন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই রজব আলী (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলামিন সুজানগর পৌরসভার রাধানগর মহল্লার মৃত আব্দুস সাত্তার প্রামানিকের ছেলে। আলামিন ২০১৭ সালের ৩১ জুলাই সুজানগর পৌরসভায় পৌর টিকাদানকারী পদে যোগদান করেছিলেন বলে জানান সুজানগর পৌরসভার সচিব গোলাম রব্বানী।

স্থানীয়রা জানান, দুপুরে পাবনা আদালত থেকে বাড়ি ফিরছিলেন দুই ভাই আলামিন ও রজব। পথিমধ্যে আতাইকুলা থানার সাদুল্লাপুর নামক স্থানে প্রতিপক্ষের লোকজন তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত রজব আলীকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

kalerkantho

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আলামিন নিহতের খবর ছড়িয়ে পড়লে সুজানগর হাসপাতালের সামনে প্রধান সড়ক অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নিহতের স্বজন এবং পৌরসভার কর্মচারীরা। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।