রাশিয়ার প্রস্তাব ‘সম্পূর্ণ অনৈতিক’: ইউক্রেন

মানবিক করিডোর নিয়ে দেওয়া রাশিয়ার প্রস্তাবকে ‘সম্পূর্ণ অনৈতিক’ হিসেবে অভিহিত করেছে ইউক্রেন।

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক মুখপাত্র এ কথা বলেন। খবর বিবিসির।

রাশিয়া ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতি ঘোষণার পর মানবিক করিডোর খোলার কথা জানায়। এসব করিডোরের মাধ্যমে ইউক্রেনের নাগরিকদের বেলারুশ ও রাশিয়ার বিভিন্ন শহরে নেওয়া হবে।

এ বিষয়ে জেলনস্কির মুখপাত্র বলেন, এটি সম্পূর্ণ অনৈতিক। মানুষের কষ্টকে কাজে লাগিয়ে লোক দেখানো পরিস্থিতি তৈরির পাঁয়তারা করা হচ্ছে।

রয়টার্সকে দেওয়া লিখিত বক্তব্যে ওই মুখপাত্র আরও বলেন, তারা ইউক্রেনের নাগরিক। তাদের ইউক্রেনের শহরে সরে যাওয়ার অধিকার থাকা উচিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইউক্রেনের কিয়েভ, মারিওপোল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতি কার্যকর করবে এবং মানবিক করিডোর খুলবে। ওই শহরগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা দুইবার ভেস্তে গেছে। এ জন্য একে অপরকে দোষারোপ করেছে কিয়েভ ও মস্কো।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।